Highlights

নৌবাহিনীর তত্ত্বাবধানে কাপ্তাই বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে ও ত্রাণ সামগ্রী বিতরণ

Published

on

মোঃ রাজু আহমেদ চট্টগ্রাম অফিস:
কাপ্তাই, ২৮ মার্চ ২০২০ঃ দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাই বাজার ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানোর পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। আজ শনিবার (২৮-০৩-২০২০) কাপ্তাইয়ে নৌবাহিনী ঘাটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে নৌসদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে।
এসময় নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরী করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে। পরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও আসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version