মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় পঞ্চগড় জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন শুক্রবার বিকালে এই ঘোষণা দেন।
জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে জেলায় লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
এই ঘোষণার ফলে পঞ্চগড় জেলায় কেউ প্রবেশ কিংবা জেলা থেকে বের হতে পারবে না। জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা থাকবে।
শুক্রবার(১৭ এপ্রিল) তেঁতুলিয়ায় উপজেলায় ১জনের করোনা শনাক্ত হয়। এরপর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।
জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির জরুরি সভার আলোকে, পঞ্চগড় সিভিল সার্জনের সুপারিশক্রমে এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী পঞ্চগড় জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে দেশের আরো বেশ কয়েকটি জেলা একই কারনে লকডাউন ঘোষনা করা হয়েছে।