মো. রাব্বি, রংপুর:
লালমনিরহাট জেলাধীন পাটগ্রামে শারদীয় দুর্গোৎসব-২০২২ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সরকারী অনুদান বিতরণ করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর (শনিবার) পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে পাটগ্রাম উপজেলার ২৮ টি মন্দিরে ৫০০ কেজি করে চাল ও গরীব -অসহায়দের প্রধানমন্ত্রীর অনুদান ৫৬ জনকে ১ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি বলেন, পূজা চলাকালীন সময়ে কোন ধরনের নাশকতাকে ছাড় দেয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সব ধরণের সহায়তায় থাকবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,পাটগ্রাম উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, পিআইও উত্তম কুমার নন্দীসহ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।