দেশজুড়ে

পিপি রথিস চন্দ্রকে অপহরনের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার ৪

Published

on

প্রেস বিজ্ঞপ্তি: কোতয়ালী থানা পুলিশের অভিযানে রথিস চন্দ্র ভৌমিক বাবু সোনা অপহরনের ঘটনায় জড়িত সন্দেহে ০৪ জন ও পৃথক অপর এক অভিযানে ০৪ জামাত শিবির গ্রেফতার ।

পুলিশ সুপার রংপুর মোঃ মিজানুর রহমান পিপিএম ও অতিঃ পুলিশ সুপ্রা মোঃ আবু মারুফ হোসেন এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল মোঃ সাইফুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ বাবুল মিয়া, ইন্সপেক্টর তদন্ত মোঃ মুক্তারুল আলম, ইন্সপেক্টর অপারেশন মোঃ আনোয়ারুল ইসলাম, এস আই মোঃ আল-আমিন, এস আই মোঃ ফেরদৌস আহম্মেদ, এস আই নুর আলম, এস আই মোঃ এরশাদ আলী, সঙ্গীয় ফোর্স সহ ০২ এপ্রিল রাতভর অভিযান করে কোতয়ালী থানাধীন ডিমলায় দেবত্বর সম্পত্তিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রথিস চন্দ্র ভৌমিক বাবু সোনা অপহরন হতে পারে সন্দেহে ডিমলা কানন গোটলার আলম শেখের পুত্র দেলোয়ার হোসেন, মৃত হায়দার আলীর পুত্র মোঃ রফিক মিয়া, ছালাম মিয়ার পুত্র জিয়ারুল মিয়া ও আজহারুল মিয়ার পুত্র বাহারুল মিয়াকে গ্রেফতার করেছে।
অপর এক অভিযানে উক্ত অফিসার ফোর্স একই রাতে নাশকতার পরিকল্পনাকালে মিঠাপুকুর থানার মালতলা ভবানীপুরের মৃত আব্দুল হাকিমের পুত্র মোকলেছুর রহমান (৪০), একই গ্রামের আব্দুল হাকিমের পুত্র মশিউর রহমান (৪৮), মৃত আব্দুল হাকিমের পুত্র মাহফুজার রহমান (৫৫), আরিফপুর গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলাম ও বদরগঞ্জ থানার আনাবিল লোহানীকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version