দেশজুড়ে

পীরগাছায় কলেজ শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

Published

on

বক্তব্য রাখছেন পীরগাছা কাউনিয়ার সংসদ বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।

আমিরুল ইসলাম, রংপুর: রংপুরের পীরগাছায় কলেজ শিক্ষার মান উন্নয়ন বিষয়ে উপজেলার কলেজসমূহের শিক্ষক বৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার মো: ফাউজুল কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ শিক্ষার মানোন্নয়নে একটি শিক্ষিত ও আধুনিক পীরগাছা গড়তে উপস্থিত সকল জাতি গড়ার শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বানে এ বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পীরগাছা কাউনিয়ার সাংসদ বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।
দেউতি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নাহিদ হাসান লিটন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা পরিষদের সদস্য ফিরোজ হোসেন মিয়া, পীরগাছা মহিলা কলেজের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু নাসের মাহবুব, আব্দুল করিম বিএম কলেজের অধ্যক্ষ জনাব ফখরুল আনাম বেঞ্জু, দেউতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজু, পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুর মোরশেদ, দেবী চৌধুরানী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, পীরগাছা বহুভাষী সাঁটলিপি কলেজের অধ্যাক্ষ এমদাদুল হক প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলার প্রত্যেকটি কলেজের অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version