আমিরুল ইসলাম, রংপুর:
রংপুরের পীরগাছায় করোনা পরিস্থিতিতে অঘোষিত লকডাউনে কর্মহীন অসহায় দুঃস্থ পাঁচ শতাধিক মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিলেন স্থানীয় বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি। রোববার (৫ই এপ্রিল) সকালে কালিগঞ্জ রোডস্থ
পীরগাছা বাজার সমিতির কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, বাজার ব্যবসায়ী সমিতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সমিতির সহ-সভাপতি ডাঃ আজিজুল ইসলাম, গোলাম সরোয়ার রানা, কোষাধ্যক্ষ আজিমুল্লাহ, সহ-সম্পাদক মোশারফ হোসেন লিটন, ধমীয় সম্পাদক শামসুল আলম বুলু, সদস্য নুরুল আমিন বুলেট, শ্রী শিপন সাহা, আব্দুল মান্নান সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির সার্বিক সহযোগিতায় প্রতিদিন পর্যায়ক্রমে একশ দু:স্থ ও কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান মহামারী করোনাভাইরাস রোধে করণীয় জনসচেতনতা সহ চাল, ডাল, আলু, পিয়াজ, সাবান ও সোয়াবিন তেল বিতরন করা হবে।