জাতীয়

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রমিজ উদ্দিন কলেজকে ৫ টি বাস হস্তান্তর

Published

on

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজ সকালে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কর্তৃপক্ষের কাছে বাস পাঁচটি হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বাসগুলো ওই কলেজের সেনাবাহিনী লগ এরিয়া কমান্ডার মেজর আতাউল হাকিমের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। বাসচাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থী পরিবহনের জন্য এ বাস পাঁচটি দেওয়া হয়।

প্রসঙ্গত, দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দেন। এ সময় প্রধানমন্ত্রী রমিজ উদ্দিন কলেজকে পাঁচটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে বাস পাঁচটি দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version