প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ। এদিন ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।
এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় শূন্য রানে সাজঘরে ফিরেন এনামুল হক বিজয়। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ১৬০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার মারে ১৩০ রান করে অপরাজিত থাকেন। আর সাকিব করেন ৯৭ রান। তবে ইনিংসের শেষ দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। মুশফিক মাত্র ১১ বলে ৩০ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিষু ২টি, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার ১টি করে উইকেট সংগ্রহ করেন।