বিএনপি-জামাতের মামলার বিচার বন্ধের ষড়যন্ত্রের সাথে ড. কামাল যুক্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি ড. কামালের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি- জামায়াতের ষড়যন্ত্রের ঢাল হবেন না।
গতকাল বিকাল সোয়া ৫টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের উদ্যোগে চন্ডিপুর হাইস্কুল মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি মনে করি এই উল্লাস বাংলাদেশের বিরুদ্ধে, এই উল্লাস রাজাকারের। সুতরাং এই ঐক্যটা অপরাধীদের রক্ষার ঐক্য এবং সকল রাজাকার ও অপরাধীদের এক করার ঐক্য। জাতীয় ঐক্য’র নামে যে ঐক্য গঠিত হয়েছে তাদের দাবি বিশ্লেষণ করলে দেখা যায় তারা নির্বাচনের জন্য নয়, বরং কিভাবে নির্বাচনকে বানচাল করা যায় তার একটা ফন্দি-ফিকিরের প্রস্তাব উত্থাপন করছেন। তারা বাংলাদেশকে সংবিধানের বাইরে ফেলে দেওয়ার একটা পাঁয়তারা শুরু করেছেন। যারা সামরিক শাসন ও রাজাকারের দালালি করেছে এবং জঙ্গির পক্ষে সমর্থন নিয়েছে তাদের সঙ্গে হঠাৎ করে কামাল হোসেন ও বি.চৌধুরীরা হাত মেলালো কি করে তা আমার বোধগম্য নয়।’
চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন আবদুল্লাহ, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ।