দেশজুড়ে

বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ে জঙ্গি ও মাদক প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

Published

on

বক্তব্য রাখছের পুলিশ মহপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

আমিরুল ইসলাম, রংপুর: রংপরের বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ে জঙ্গি ও মাদক প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামুলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বেলা ১১টায় বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি থেকে জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থেকে জন-প্রতিরোধ গড়ে তোলার আহবানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ’ এর ডিআইজি খন্দকার গেলাম ফারুক বিপিএম পিপিএম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষারসহ অন্যান্য অতিথি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version