দেশজুড়ে

বেলকুচিতে যমুনার ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

Published

on

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ফ্লাড এন্ড রিভারব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেষ্টমেন্ট প্রগাম ( প্রজেক্ট-২) এর আওতাধীন সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা ভাঙ্গন থেকে রক্ষায় ৯৫ কোটি টাকা ব্যায়ে স্থায়ী বাঁধ নির্মান কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বাঁধটি বড়ধুল ইউনিয়নের মেহেরনগর থেকে এনায়েতপুর স্পার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার নির্মান হবে।

শুক্রবার বিকালে বেলকুচির বড়ধুল ইউনিয়নের হাওয়া ভবন এলাকার নদী পাড়ে এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার বেড়া কৈতলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা গাজী সাইদুর রহমান, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম আল-আমিন, ঠিকাদার গোলাম রব্বানী কামনা, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ ও আছির উদ্দিন মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version