যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে আসা বেলুনটি চীনের পাঁচ মহাদেশ জুড়ে চালানো নজরদারি কার্যক্রমের বেলুন বহরের একটি অংশ বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। যদিও তা’ও চীন অস্বীকার করেছে।
বেইজিংয়ের দাবি, তারা এ বেলুন গোয়েন্দাগিরির কাজে লাগায়নি, এটা আবহাওয়া পর্যবেক্ষণের জন্য।
যুক্তরাষ্ট্র বলছে, বিশ্বাস চীনা নজরদারি বেলুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি চীনের পাঁচ মহাদেশ জুড়ে চালানো নজরদারি কার্যক্রমের বেলুন বহরের একটি অংশ।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেন, ‘এই প্রোগ্রামের একমাত্র টার্গেট যুক্তরাষ্ট্র নয়।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, তারা বেলুনের ধ্বংসাবশেষ ঘেঁটে পাওয়া তথ্য বেশ কয়েকটি দেশের সঙ্গে শেয়ার করেছি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, চীনা এ বেলুনটি ২০০ ফুট বা ৬০ মিটার লম্বা। এটি ওজনেও বেশ ভারি ছিল।
বুধবারের এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার নিশ্চিত করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে অনুরূপ বেলুন উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব-এশিয়া, পূর্ব-এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে পরিচালিত হয়েছে।
সূত্র: বিবিসি