ভারতে প্রচণ্ড ঝড়ে অন্তত ৪১জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেক। বিমানের অন্তত ৭০টি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরে আবার চালু হয়। ব্যাঘাত ঘটে মেট্টো পরিষেবায়।
রবিবার দিল্লিতে ব্যাপক হারে ধূলিঝড়ের ঘটনা ঘটে। সোমবারও ধূলিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ধূলিঝড়ের সঙ্গে বৃষ্টিপাত ও বজ্রপাতের ঘটনা ঘটে। ঝড়ে দিল্লিতে ৫, উত্তরপ্রদেশে ১৭, অন্ধ্রপ্রদেশে ৮, পশ্চিমবঙ্গে ৮ এবং তেলেঙ্গানায় ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। -এনডিটিভি