দেশজুড়ে

মহাদেবপুরে মাছের মোড় ও বকের মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

Published

on

ইউসুফ আলী সুমন, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলা শহরের প্রাণ কেন্দ্র মাছের মোড় ও বকের মোড় চৌরাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন এলাকাসী। ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহনগুলো চলাচল করছে ইচ্ছামতো। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় নানা সড়ক দূর্ঘটনা। প্রতিদিন এ শহর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে নিয়মিত গাড়ি চলাচল করে। এছাড়াও অন্যান্য যানবাহন যেমন, টমটম, সিএনজি, চার্জার ভ্যান ইত্যাদি চলে নিজ গতিতে। এসব যানবহন নিয়ন্ত্রন করার জন্য নেই কোনো ট্রাফিক পুলিশ। প্রায় গত ১৫ বছর পূর্বে মহাদেবপুরে ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিল, পরে তা রহস্যজনক কারণে উঠিয়ে নেয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। রাজধানী ঢাকা থেকে সরাসরি সংযোগ সড়ক হওয়ায় জেলার দ্বিতীয় বৃহত্তর যানজট ও ব্যস্ততম শহর হিসেবে পরিচিত মহাদেবপুর। মাছের মোড় ও বকের মোড় দিয়ে সকল প্রকার যানবাহন অতিক্রম করে জেলা শহরসহ জেলার বদলগাছী, নিয়ামতপুর, পতœীতলা, সাপাহার, পোরশা ও ধামইরহাট উপজেলায় চলাচল করে । এছাড়াও মহাদেবপুর বাসস্ট্যান্ড অতিক্রম করে জয়পুরহাট, হিলি, দিনাজপুর, রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সকল প্রকার যানবাহন যাতায়াত করে। উপজেলা সদরের বাসিন্দা আমিনুর রহমান, সাইফুর রহমান, সামিম, তারেক, ফারুক ও রুহুল আমিন জানান, যানবাহনগুলো চলাচল করছে ইচ্ছামতো। মাছের মোড় ও বকের মোড় দিয়ে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থীসহ জনসাধারণ যাতায়াত করে। এলোমেলো ও বেপরোয়া যানবাহন চলাচলের কারণে অভিভাবকগণ তাদের ছেলে-মেয়েদের নিয়ে দূর্ঘটনার ভয়ে আতঙ্কে থাকেন। তাই যানবাহনগুলো সুশৃঙ্খল ভাবে চলাচলের জন্য ট্রাফিক পুলিশ মোতায়েনের জোর দাবি জানান তারা। একই দাবি জানান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণ। মাসুম, হফিজুল, বকুল, জব্বার, আল-আমিন, রমজান, আশরাফুল, ইমরান, সবুজ, রাকিবসহ হাজারো পথচারী মাছের মোড় ও বকের মোড়ে অবিলম্বে ট্রাফিক পুলিশ মোতায়ন করে জানজট মুক্ত রাখার আহবান জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রæত হস্তক্ষেপও কামনা করেন তারা।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version