বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযান বন্ধের আহবান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল-হুসেইন বলেন, অবশ্যই সরকারকে এই অভিযান বন্ধ করতে হবে। তবে এটা ঠিক যে মাদক বিক্রি করার অধিকার কারো নেই। জাতিসংঘ অভিযানে মৃত্যুর বিষয়ে তদন্তের আহবান জানিয়েছে।
গতকাল বুধবার এক বিবৃতি তিনি এই আহ্বান জানান ।
জেইদ রাদ আল-হুসেইন বলেন, গত ১৫ মে থেকে অভিযান শুরুর পর গুলিতে ১৩০ জন নিহত হয়েছে। এটা উদ্বেগজনক।
তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে। কেবল মাদক বিক্রির অভিযোগে কেউ তার মানবাধিকার থেকে বঞ্চিত হতে পারে না। ১৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেইদ রাদ আল-হুসেইন জানান।