ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর তিন সিনিয়র কর্মকতার ভাষ্যমতে রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
মিয়ানমারের তৈরী পোষাকসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইউরোপের প্রতিনিধিত্বকারী বৃহৎ জোট ইইউ।
ওই নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপের বাজারে মিয়ানমারের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার হারাবে।
এর আগে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্বিচারে নির্যাতনের অভিযোগে, মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।