আন্তর্জাতিক

মিয়ানমার স্বাধীন সাংবাদিকতাকে রুদ্ধ করতে চায় – জাতিসংঘ

Published

on

জাতিসংঘের মানবাধিকার কমিশন এক প্রতিবেদনে বলেছে, স্বাধীন সাংবাদিকতাকে রুদ্ধ করতে চায় মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার।দেশটিতে স্বাধীন সাংবাদিকতা হুমকির মধ্যে রয়েছে।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর সাংবাদিকদের কারাদণ্ডসহ পাঁচটি মামলা পর্যালোচনা করে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্পষ্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের গ্রেপ্তার ও বিচার করেছে মিয়ানমারের সরকার।

ওই প্রতিবেদনে মিয়ানমারের সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়ে পর্যবেক্ষণমূলক মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভয় ও আনুকূল্য ছাড়া সাংবাদিকতা করা অসম্ভব হয়ে পড়েছে মিয়ানমারে।

উল্লেখ্য, রাখাইনে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময়ে গ্রেপ্তারকৃত বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও’কে গত সপ্তাহে কারাদণ্ড দেয় মিয়ানমারের আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version