স্বাধীনতা বিরোধীদের সরকারি চাকরি না দেয়া ও চাকরিতে নিয়োজিত থেকে উন্নয়ন কর্মকান্ডে ব্যাঘাত সৃষ্টিকারীদের চাকরি থেকে বাদ দেয়ার কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান । গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সিবিএ’র পরিচিত ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাধীনতা বিরোধীদের সরকারি চাকরি দেয়া যাবে না, কারণ তারা মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী যেসব লোক সরকারি চাকরিতে নিয়োজিত থেকে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে চাকরি থেকে বাদ দিতে হবে।’
সিবিএ’র সভাপতি মো. ফিরোজ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ-আল ইসলাম জ্যাকব, শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, অর্থ-সম্পাদক সুলতান আহমেদ এবং সিবিএ’র সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।