Highlights

যশোরে এবার পটল চাষীদের মুখে,ভাবনাহীন হাসি !

Published

on


‌ যশোর প্রতিনিধি, ফজলুর রহমান:

যশোরের, শার্শা,থানায়। কৃষক,মোসলেম গাজী , পিতা মোড়ল গাজী এবার ( ১৮ )কাঠা জমিতে পটল চাষ করেন। তিনি আজকের সহ তিন চালান পটল উত্তোলন করেন । প্রথম চালান পটল বিক্রি করেন। প্রতি কেজি (৫২ ) টাকা দরে ( ৬ )হাজার টাকা মত। দৃতীয় বার বিক্রি করেন ( ৪৭ ) টাকা দরে প্রতি কেজি। (৫৫০০) টাকার মত। তৃতীয় বার বিক্রি করেন ( ৩৬ ) টাকা দরে প্রতি কেজি। ( ৪৫০০ ) টাকার মত । তিন চালানে মোট ( ১৬ ) হাজার টাকার পটল বিক্রি করেন। তিনি বলেন এখনো তিন থেকে চার মাস পর্যন্ত পটল তোলা যাবে।
যদি প্রাকৃতিক সমস্যা না হয়ে থাকে। তিনি আরো বলেন। ( ১ ) বিঘা পটল চাষ করতে ( ২৫ ) থেকে ( ৩০ ) হাজার টাকা মত,মোট ব্যায় হয়। আর ভালো দাম থাকলে (১ )লক্ষ টাকার বেশি পটল বিক্রি করা সম্ভব।( ১) বিঘা পটল থাকলে সব খরচ বাদে, মৌসুমে মোট ( ৫০ ) হাজার টাকা মত লাভ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version