Highlights

যশোরে গণমাধ্যমকর্মীদের সাথে বাংলাদেশ সাংবাদিক জোটের মতবিনিময় অনুষ্ঠিত

Published

on

নিজস্ব প্রতিনিধি:

যশোরে সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সাংবাদিকদের কল্যানে কাজ করে যাওয়া সংগঠন বাংলাদেশ সাংবাদিক জোট।
শুক্রবার সকালে যশোর সদরে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো: মশিউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাপ্তাহিক বাংলালোক পত্রিকার সম্পাদক গোলাম সরোয়ার, বজ্রশক্তি পত্রিকার সহ-সম্পাদক মো: সাইফুর রহমান।
প্রধান অতিথি মশিউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাওয়া বাংলাদেশ সাংবাদিক জোটের কর্মকান্ড ও পরিকল্পনা ও সুবিধা তুলে ধরেন।
এর মধ্যে উল্লেখিত সুবিধা গুলো হলো সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সদস্যদের সল্প খরচে কিংবা বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা, সাংবাদিক সন্তানদের জন্য সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ফুল ফ্রি কিংবা অর্ধেক খরচে অধ্যায়নের ব্যবস্থা করা ও মেধাবী সন্তানদের মাসিক বৃত্তি প্রদান, বিভাগ ভিত্তিক শ্রেষ্ট সাংবাদিকদের আর্থিক পুরস্কার প্রদান, যেকোনো সদস্য মৃত্যু বরন করলে পরিবারকে কমপক্ষ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, পেশাগত দায়িত্ব পালনকালে অঙ্গহানি হলে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা, পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্থ কিংবা অন্যায়ের শিকার হলে তাকে সম্মিলিতভাবে আইনগত সহায়তা করা, সাংবাদিকদের নবজাতক সন্তানকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিত সহায়তা প্রদানসহ বেশ কিছু সুবিধা তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান ওয়াচ রাইটের প্রতিনিধি আব্দুল কাদের, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রেজাউল ইসলাম, জয়যাত্রা টিভির প্রতিনিধি রাশেদ আলী, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক যশোরের প্রতিনিধি আনিসুর রহমান, দৈনিক দেশেরপত্র ও সোনারপত্রের প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি সোহেল আহম্মেদ, বাংলাদেশের পত্র ডট কমের প্রতিনিধি ফজলুর রহমান, দৈনিক বজ্রশক্তির স্টাফ রিপোর্টার ফিরোজ মেহেদি, দৈনিক দেশেরপত্রের স্টাফ রিপোর্টার শামসুজ্জামান মিলন, হুমায়ন কবির, আহাদ সাহেদ, রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version