জাতীয়

যুবসমাজকে রক্ষার্থে প্রধানমন্ত্রীর যুদ্ধ ঘোষণা – কৃষিমন্ত্রী

Published

on

মাদকব্যবসায়ী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর যুদ্ধ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে রক্ষার জন্য, নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

গতকাল শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে তার বক্তব্যে জুয়াসহ সকল প্রকার মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে সেদিন ৩৬০টি মদের লাইসেন্স দিয়েছিলেন। সেই থেকে আমাদের যুব সমাজ একদিকে মাদক ও অন্যদিকে জুয়া খেলাসহ নানা ধরনের নেশায় জড়িয়ে পড়ে।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে খালেদা জিয়ার নির্দেশে পাকিস্তানপন্থীরা যখন বাপের সামনে ছেলের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে, সেদিন মানবাধিকারের কথা শোনা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version