হাসান আল সাকিব,রংপুর: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা নিম্ন আয়ের ও দু:স্থ মানুষের মাঝে চাল, ডাল, আটা, সাবান ও তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।
রবিবার দুপুরে নগরীর বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ ও সাধারন সম্পাদক এডঃ রেজাউল করিম রাজু এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রোজী রহমান,মোতাহার হোসেন মাওলা,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল,ওয়াজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিন সরকার,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান তুহিন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু বলেন,শেখ হাসিনার নেতৃত্বে জনপ্রতিনিধি গণ এবং দেশের স্বচ্ছল ব্যাক্তি, সামাজিক সংগঠন,রাজনৈতিক দল গুলো যে ভাবে এগিয়ে আসছেন তাতে আশা করা যায় বাংলাদেশের কেউ না খেয়ে থাকবে না।তাই এখন আমাদের উচিত ঘরে থাকা। নিজে ও অপরকে সচেতন করা।তিনি আরও বলেন,সারাদেশের ন্যায় রংপুর জেলা আ’লীগ নেতৃবৃন্দ প্রতিনিয়ত অসহায় দুস্থ মানুষদের পাশে দাড়াচ্ছে।তারই অংশ হিসেবে আজ অসহায়,দুস্থ, কর্মহীন মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হলো।