রংপুর প্রতিনিধি:
গ্রাম বাচলে বাচবে শহর আর শহর বাচলে বাচবে দেশ। এই স্লোগানকে সামনে রেখে রংপুর সিটিকর্পোরেশন এর ৮নং ওয়ার্ড চাঁন্দকুটি হাট, সৎবাজার, বধু কমলা, ১৮ দোন, ৪২ দোন, সরকার পাড়া, চান্দকুটি বস্তিসহ অত্র ওয়ার্ডের আশেপাশে করোনা প্রতিরোধে জনসচেতনতা মুলক কাজে “মানব সেবায় আমরা” সামাজিক সংগঠনের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে ফেস মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলামের পরিচালনায় জীবানুনাশক স্প্রে, মাস্ক , মসজিদে ও সরকারি টিউবওয়েলে সাবান বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উক্ত
উদ্বোধনী কার্যক্রমে রংপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, মানব সেবায় আমরা সংগঠনের উপদেষ্টা এরশাদুল হক রঞ্জু উপস্থিত ছিলেন।
এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম রনি, মহানগর যুবলীগ নেতা মোর্শেদুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সভাপতি হারুনার রশিদ বাবু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল হুদা নাছিম, ওয়ার্ড যুবলীগ নেতা ভুট্টু রহমান, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মানব সেবায় আমরা সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রিপন, সেলিম মাহমুদ সহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।