দেশজুড়ে

রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Published

on


খবর বিজ্ঞপ্তির
প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাব রংপুর এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় ক্লাবেরর সভাপতি আব্দুল হালিম আনছারীর সভাপতিত্বে ২০১৭-২০১৮ কার্যনির্বাহী পর্ষদের মেয়াদ শেষান্তে সাধারণ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম, দৃশ্যমান উন্নয়ন, আয় ব্যয়ের হিসাব উপস্থাপন, বর্তমান গঠনতন্ত্রের কয়েকটি অনুচ্ছেদের ধারা, উপধারার সংযোজন, পরিবর্তনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ।

এতে বক্তব্য রাখেন বিদায়ী কার্যনির্বাহী পর্ষদের সিনিয়র সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম সুমন, কার্যকরি সদস্য এস এম ইকবাল সুমন, সাধারণ সদস্য মোজাফ্ফর হোসেন, মিজানুর রহমান লুলু, এনামুল হক, শরিফুল ইসলাম সম্রাট, তৌহিদুল ইসলাম বাবলা প্রমুখ।

সভায় বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠনের লক্ষ্যে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তৌহিদুল ইসলাম বাবলাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অপর দুই সদস্য হলেন ডেইলি সানের রংপুর প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করে নতুন কার্যনির্বাহী পর্ষদের কাছে দায়িত্ব অর্পন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version