রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে অভিযান চালিয়ে অগ্নেয়াস্ত্র শাটারগান,কার্তুজ, ৭২বস্তা সরকারী চাউল উদ্ধার করেছে।
শুক্রবার ভোর ৬টার দিকে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম নেত্বতে পুলিশের একটি টিম রাজিবপুর উপজেলার কোদাঁলকাটি ইউনিয়নের অভিযান চালিয়ে সাজাই সরকার পাড়া গ্রামের নওফেলের ছেলে দুলাল(৩০) এর রান্নাঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র শাটারগান, একটি ব্যবহৃত কার্তুজ/ গুলিরখোসা, কোদালকাটি গ্রামের সানাউল্লাহ ছেলের আব্দুল্লাহ(৫০) বাড়ী থেকে ৭২বস্তা সরকারী চাউল উদ্ধার করেন।
উল্লেখ্য সরকারের বরাদ্দকৃত (ফেয়ার প্রাইজ) ১০ টাকা কেজি চাউল না পাওয়ায় ১২এপ্রিল বেলা ১১টার দিকে ডিলারের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন সুবিধাভোগীরা। মিছিলটি কোদাঁলকাটি ইউনিয়ন পরিষদ চত্তরে অবস্থান নিলে ডিলার তোতা প্রামানিক ও তার ভাড়াটিয়া লোকজন বিক্ষোভ মিছিলে অতর্কিত ভাবে শটারগানের গুলি ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।এতে ২জন গুলিবিদ্ধ, ইউপি চেয়ারম্যানসহ শতাধিক ব্যক্তি আহত হয়।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, অভিযান চলছে ,শাটারগান, কার্তুজ, সরকারী চাউল উদ্ধার করা হয়েছে।