মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তীব্র সমালোচনা করা সত্ত্বেও ট্রাম্প একদিনের মাথায় আবার সুর বদলালেন। গতকাল এক টুইবার বার্তায় বললেন, পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভাল থাকুক সেটা ‘মিথ্যাবাদী’ গণমাধ্যমগুলো চায় না।
ট্রাম্প বলেন, ‘গণমাধ্যম যুক্তরাষ্ট্রকে রাশিয়ার মুখোমুখি দেখতে চায়। যা যুদ্ধও বাঁধাতে পারে’।
একই সুর ছিল পুতিনের কণ্ঠেও। মস্কোতে কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প-পুতিন সাক্ষাৎ নিয়ে সমালোচনাকারীদের এক হাত নিয়েছেন তিনি। পুতিন বলেন, ‘ক্ষুদ্র দলীয় স্বার্থের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের একটি শক্তি রাশিয়ার সঙ্গে দেশটির সুসম্পর্ক থাকুক এটা চায় না।’
শপথ নেয়ার পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প কঠোর অবস্থান নিচ্ছেন না-এমন অভিযোগ করে আসছেন ট্রাম্পের সমর্থকরা।