বিডিপত্র ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগর বস্তির আগুন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ নিহত বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে আসে সাড়ে ১২টার দিকে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে ঘণ্টা দুয়েকের মধ্যে আনুমানিক ২০০ ঘর পুড়ে যায়।
জানা গেছে সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছেন। আর যারা ছিলেন তারা আগুনের সংবাদ পেয়ে দ্রুত রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন।
সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ১১ ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬, ২২ ও ২৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।