নিজস্ব প্রতিনিধি: দেশে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় নোয়াখালীতে আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০ নভেম্বর) সকালে সেনবাগের তেমুহনী আবদুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ আয়োজন করা হয়।
বৃত্তি পরিক্ষায় সেনবাগ, সোনাইমুড়ী, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার ১১’শ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ষষ্ঠ থেকে নবম শ্রেনীর এসকল পরিক্ষার্থীদের মধ্যে ৬০ জনকে মেধাবৃত্তি ও ৪০ জনকে বিশেষ বৃত্তি প্রদান করা হবে।
আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী পরিক্ষার্থীদের জন্য এককালীন বৃত্তি ও সনদ প্রদান করা হবে। এর মধ্যে প্রথম স্থান অধিকারী ২৫০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী দুই হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী ১ হাজার ৫০০ টাকা, চতুর্থ থেকে দশম এক হাজার ও ১১ থেকে ১৫তম দের জন্য থাকছে ৭০০ টাকা বৃত্তি।
ডা: মোঃ জসিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ও সভাপতিত্বে ১০ সদস্যের কমিটি মেধাবী শিক্ষার্থী অন্বেশণের এই আয়োজন করেন। মোঃ জসিম উদ্দিন জানান, অত্র এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরিক্ষার আয়োজন করেছেন। এই পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতার মানসিকতা তৈরী হবে যেটা তাদের শিক্ষাজীবনকে আরো একধাপ এগিয়ে নিতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।
সকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তুহিন ফারাবী। এসময় শিক্ষার মানোন্নয়নের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। এই পরিক্ষার মাধ্যমে মেধাবীদের খুঁজে বেরকরা সম্ভব হবে। যারা পরবতীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলেন অভিমত ব্যক্ত করেন তিনি।
আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন মেধা বৃত্তিকমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন মোঃ মামুনুর রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ ভূঁইয়া। যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন মো: কামাল উদ্দিন, মো: সেলিম, মোঃ নাজমুল ইসলাম সিরাজী। কোষাধ্যক্ষ ছিলেন মোহাম্মদ ওমর ফারুক ও প্রচার সম্পাদক মো: শহিদুল ইসলাম।
কেন্দ্র সচিব ছিলেন তেমুহনী আবদুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম। পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন তেমুহনী আবদুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।