দেশজুড়ে

শেরপুরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন শুরু

Published

on

শেরপুরে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ শুরু হয়েছে। সোমবার ভোরে শেরপুর শহরের গোপাল জিউর মন্দির কমপ্লেক্সে আয়োজিত এ মহানাম যজ্ঞের পৌরহিত্য করেন শ্রী নন্দলাল গোস্বামী। গোপাল জিউর মন্দির কীর্ত্তণ পরিচালনা কমিটি মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি ও জেলা পূজা উদ্যাপন পরিষদ এতে সহযোগিতা করছে।

চার দিনব্যাপী অনুষ্ঠেয় এ মহানাম যজ্ঞে হরিনাম কীর্ত্তণ পরিবেশন করছে আদি রাধা গোবিন্দ সম্প্রদায়, রূপ মাধুরী সম্প্রদায়, সংগীতা সম্প্রদায়, আদিভক্ত মিলন সম্প্রদায়, বিমল কৃষ্ণ সম্প্রদায় ও মধুসুধন সম্প্রদায়। আগামী শুক্রবার দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তণ পরিবেশন করবেন অবণী মোহন দাস, অশোকা দাসী ও হৃদয় কৃষ্ণ দাস।

আগামী শনিবার মহাপ্রভুর ভোগ নিবেদনশেষে মহোৎসব, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ উৎসব শেষ হবে। সোমবার প্রথম দিনে বিপুলসংখ্যক ভক্ত হরিনাম কীর্ত্তণ শ্রবণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version