Highlights

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, ৫ লাশ উদ্ধার

Published

on

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেসরকারি সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার পর এখন পর্যন্ত পাঁচ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছেন বলে জানা গেছে।

সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।”

উদ্ধারকাজে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম সন্ধ্যায় বলেন, এ পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার বেসরকারি একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারি করতে দেখা যায় চট্টগ্রাম মেডিকেলে। বিস্ফোরণে পুরো প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকট বিস্ফোরণে অনেকের দেহের বিভিন্ন অংশ উড়ে যেতে দেখেছেন। বিস্ফোরণে দগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই সংখ্যাটি ১৪-১৫ জন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version