Highlights

সুন্দরগঞ্জের সেই তোফা-তহুরা নতুন ঘর ‘সুখের নীড়ে’ উঠলেন

Published

on

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
নতুন ঘর ‘সুখের নীড়ে’ উঠলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সেই বহুল আলোচিত যমজ শিশু তোফা-তহুড়া। 
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন ফিতা কেটে এ নতুন পাকা ঘরের উদ্বোধন করেন। উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে তোফা-তহুড়ার নিজ বাড়ীর উঠানে ঘর  উদ্বোধনপূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুন্দরগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন, জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। 
বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক। এসময় আরোও বক্তৃতা রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম ও দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুকুল প্রমূখ। পরে জেলা প্রশাসক ফিতা কেটে এ ঘরের উদ্বোধন করেন। উল্লেখ, ২০১৬সালের ২৯ সেপ্টেম্বর বাবা ফুল মিয়ার বাড়ীতে গ্রাম্য ধাইয়ের হাতে জন্ম নেয় তোফা-তহুড়া। দুই বোন শুধু যমজ নয়, একজন আরেক জনের সাথে জোড়া লাগানো ছিলো। এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার নির্দেশে ২০১৬ সালের ১৬ জুলাই তাদের দু’বোনকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয় তাদের চিকিৎসা। ২০১৬ সালের ২০অক্টোবর তাদের প্রথম অস্ত্রোপচার করা হয় । ২০১৭ সালের ১ আগষ্ট তাদেরকে আলাদা করার জন্য অস্ত্রোপচার করা হয়। ঢাকা হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আশরাফুল হকের নেতৃত্বে একদল চিকিৎসক তাদের অস্ত্রোপচার করেন। চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য সম্মত ঘরে রাখার নির্দেশ থাকায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ ঘর নির্মাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version