Highlights

সুন্দরগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষ গুলি বিনিময় গ্রেফতার-৪

Published

on

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।তথ্য মতে জানা যায়,দীর্ঘদিন থেকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামের আজিজল হকের সাথে প্রতিবেশি আব্দুর রহমানের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আব্দুর রহমান ও তার শরিকরা থানায় মামলা করে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মামলার আসামি ধরতে গেলে আসামিপক্ষ ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড গুলি ছুড়ে।সংঘর্ষে এসআই সেলিম মিয়া ও রফিকুল ইসলাম আহত হয়। এসআই সেলিম মিয়া বর্তমানে সুন্দরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো হাতিয়া গ্রামের আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক মিয়া, চায়না বেগম ও বেকাটারি গ্রামের মুকুল চন্দ্র।ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, দীর্ঘদিন থেকে হাজী আজিজল হক ও আব্দুর রহমানের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত রাতে পুলিশ আসামি ধরতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসআই রফিকুল ইসলাম জানান, পুলিশ আসার খবর জেনে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মারামারি করার জন্য ওঁৎ পেতে বসেছিল। আমরা (পুলিশ) পৌছা মাত্রই তারা হামলা চালায়। সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এক রাউন্ড গুলি ছুড়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version