Highlights

সুন্দরগঞ্জে ১৮০ জন হোম কোয়ারেন্টাইনে

Published

on

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে বিদেশ ফেরত ৩২ জন ও ২৮ পরিবারের ১৪৮ জনসহ মোট ১৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে দুইজন বাধ্যতামূলক।
মঙ্গলবার(২৪ মার্চ) এ তথ্য দেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার।
জানা গেছে, গত ১৫ মার্চ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের হৃদয় চন্দ্র সরকারের বাড়িতে তার ছেলে ডিনার চন্দ্রের বউভাতে যোগদেন দুইজন আমেরিকা প্রবাসী। পরবর্তীতে কনের সাদুল্যাপুরস্থ বাবার বাড়িতে আসা ওই আমেরিকা প্রবাসী ব্যক্তিদ্বয়ের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হলে সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, সদস্য সচিব ডাঃ আশরাফুজ্জামান সরকার,থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনাস্থলে গিয়ে হৃদয় চন্দ্র সরকারসহ ওই পাড়ার ২৮টি হিন্দু পরিবারের ১৪৮ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। বর্তমানে পরিবারগুলোকে গ্রাম পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে রেখে করোনা ভাইরাস কমিটি পর্যবেক্ষণ করছেন। এদিকে উপজেলাবাসির মাঝে আতঙ্ক বাড়ছে। বউভাতে আনুমানিক ৪/৫ শত আমন্ত্রিত অতিথি সর্বানন্দ ইউনিয়নসহ পাশ্ববর্তী এলাকা থেকে যোগ দেন। তাদের মাধ্যমে উপজেলায় করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।তাই আমন্ত্রিত অতিথিদের বিষয়ে খোঁজ খবর রাখা জরুরী হয়ে পড়েছে। এনিয়ে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান, এ ব্যাপারে খোঁজ খবর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version