জাতীয়

সেতুমন্ত্রীর উপস্থিতিতে মেট্রোরেলের ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের চুক্তি স্বাক্ষর

Published

on

আজ সোমবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে ।

মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন ৬-এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬-এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও সাতটি স্টেশন নির্মাণ করা হবে।

চুক্তি স্বাক্ষর শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল এমআরটি ৬-এর কাজ পুরোদমে এগিয়ে চলছে।

তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে পুরো মেট্রোরেলের কাজ উত্তরা থার্ড ফেজ থেকে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করব। ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জাপান আমাদের কোয়ালিটি কাজ দিচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে এই প্রকল্পে ৭০০ কোটি টাকা খরচ বেঁচে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version