Highlights

সোনাইমুড়ীর পৌর এলাকায় গৃহবধূকে মারধোর, থানায় মামলা

Published

on

সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ি পৌর এলাকায় জমি সংক্রান্ত বিভেদের জেরে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই ভুক্তভোগী মহিলা। এবিষয়ে হামলাকারীদের বিরুদ্ধে শুক্রবার সোনাইমুড়ী থানায় মামলা করেছেন গৃহবধুর স্বামী মোঃ শামছু উদ্দিন।

মামলার এজাহারে পাঁচ জনের নাম উল্লেখসহ পাঁচজনকে অজ্ঞাত দেখানো হয়েছে। মামলায় অভিযুক্তরা হচ্ছেন পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কাঁঠালী গ্রামের( কাদের মাস্টারের বাড়ির) মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আবুল হোসেন(৫৫), তার স্ত্রী রাবেয়া বেগম(৪০), রোকসানা আক্তার(৪০), নুপুর আক্তার(২০) ও শারমিন আক্তার(৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে মামলার বাদি শামসুদ্দিন তার স্ত্রী আয়েশা আক্তার মুন্নির জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের গত মাসের ২৯ তারিখ শনিবার সকালে মুন্নি ভোগ দখলীয় জমিতে গেলে যুক্তরা একত্রিত হয়ে বাধা দেয়। এ সময় বাদে শামস উদ্দিন ও তার স্ত্রী গাছ লাগাতে চাইলে অভিযুক্তরা তাদের ওপর হামলা করে। হামলার এক পর্যায়ে অভিযুক্ত আবুল হোসেন রড দিয়ে আঘাত করে। সময় অভিযোগকারী তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্তদের দ্বারা বেধড়ক মারধরের শিকার হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে মামলার তদন্তে নিয়োজিত সাব-ইন্সপেক্টর রনির সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, মামলার রাতেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। আসামিরা সকলেই পলাতক রয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version