রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

Published

on

আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এর আগে গত বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল বিএনপি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় প্রথমে এসে উপস্থিত হন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এরপর ২টা ৫৬ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ড. মঈন খান, রফিকুল ইসলাম মিয়া ও ড. খন্দকার শোররফ হোসেন উপস্থিত হন।

সূত্র আরো জানায়, বৈঠকে খালেদা জিয়ার কারাগারের সার্বিক পরিস্থিতি এবং তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হবে।

এদিকে মন্ত্রীর কক্ষে প্রবেশের আগে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের ১০ সদস্যের দল আসার কথা ছিল। আমরা ৮ জন এসেছি। আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে এসে আলোচনায় যোগ দেবেন। আরেকজন আসবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version