মেহেদী হাসান সুমন, রংপুরঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলের সচেতনতা বাড়াতে গভীর রাতে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিচ্ছেন রংপুর হারাগাছ পৌর সভার ছাত্রনেতা মোঃ মোস্তাকিম রহমান কিরণ।
রংপুরের হারাগাছের পৌর সভা এলাকায় নিজ উদ্যোগে অসহায় ও দুস্থ ১০০শ পরিবারে মাঝে রাতের আধারে খাবার পৌছে দেন তিনি। প্রতিদিন ২০ টি পরিবারের ঘরে খারার দিচ্ছেন এই ছাত্রদলের নেতা।
জানা যায়, দেশের এমন ক্রান্তিকালে কিছু বিধবাসহ সাময়িক কর্মহীন হয়ে পড়েছে এমন ১০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, সাবান, আটা ও পিয়াজ দিয়ে সহায়তা প্রদান করেছেন। নিজেই থেকে এই সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে।
ছাত্রনেতা মোঃ মোস্তাকিম রহমান কিরণ বলেন, করোনাভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কাজ করতে পারছেন না। তাই আমরা নিজের উদ্যোগে সকলের সহযোগিতায় যতটুকু সম্ভব পাশে দাঁড়িয়েছি।
তিনি আরোও জানান, দিনের বেলা ত্রাণ দিতে গেলে মানুষের মধ্যে জনসমাগম বেধে যায়। তখন সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া তাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে। তাই রাতের বেলা নীরবে বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।