দেশজুড়ে

কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা খননের দাবীতে সমাবেশ

Published

on

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত বুড়ি তিস্তা নদী খননের দাবিতে সমাবেশ এবং মটর সাইকেল শোভাযাত্রা করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে উলিপুর প্রস ক্লাব এবং রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি’র উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উলিপুর প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বুড়ি তিস্তার উৎসমুখে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধের পাশাপাশি অবৈধ দখলদার বিভিন্ন জায়গায় স্থাপনা তৈরি করায় নদীটি ভরাট হয়ে গেছে। এতে বর্ষা মৌসুমে বুড়ি তিস্তার দু’পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানি নিস্কাষিত না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নষ্ট হচ্ছে ফসল। এজন্য দ্রæত বুড়ি তিস্তা খননের দাবি জানান তারা।
এরপর মটর সাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক ঘুরে প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থেতরাই হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version